মামুনের জোড়া গোলে কলাতলীর বিপক্ষে সোনাইছড়ি খেলোয়াড় সমিতির জয়।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। কক্সবাজার কলাতলী বীচ ফুটবল খেলার মাঠে কলাতলী ব্ল্যাক স্টর্ম স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত। ফুটবল টূর্ণামেন্ট-২০২০ইং এর খেলায় সোনাইছড়ি খেলোয়াড় সমিতি বনাম বৃহত্তর কলাতলী ঝিরঝিরি পাড়া খেলোয়াড় সমিতির মধ্যকার অাজ বিকেলে অনুষ্ঠিত খেলার সপ্তম ম্যাচে ২৫-২৫ নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১২মিনিটের মাথায় সোনাইছড়ি খেলোয়াড় সমিতির খেলোয়াড় মামুনের করা গোলে প্রথমে কক্সবাজার কলাতলী ঝিরঝিরি পাড়া খেলোয়াড় সমিতি বেশ চাপের মুখে পড়ে যায়। সোনাইছড়িকে এগিয়ে নিয়ে যায় প্রথমে১-০ গোলে।তখন দুপক্ষের জয় পরাজয়ের লড়াইয়ে চলছে তুমুল উত্তেজনা। পূর্ণ দর্শকে ভরপুর গ্যালারীতে দৃষ্টিনন্দন এই খেলা যখন ২০মিনিটে ছুঁই ছুঁই পর্যায়ে তখন কক্সবাজার কলাতলী ঝিরঝিরি পাড়া খেলোয়াড় সমিতি গোলের দেখা পায় এবং ১-১ গোলে খেলার সমতা ফিরে অাসে। অাক্রমণ -পাল্টা অাক্রমণের এই উত্তেজনাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধ শুরুর ১৫মিনিটের মাথায় আবারো সেই সোনাইছড়ি খেলোয়াড় সমিতির খ্যাতিমান খেলোয়াড় মামুনের পায়ের জাদুতে ২য় গোলটি অাসে যেনো সোনার হরিণ হয়ে সোনাইছড়ি খেলোয়াড় সমিতির জন্য। এতে করে সোনাইছড়ি খেলোয়াড় সমিতি ২-১ গোলে অাবারও এগিয়ে যায়। পরে খেলা শেষ হওয়া অবধি দু’দলই আর কোন গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলে সোনাইছড়ি খেলোয়াড় সমিতিই অপরাজিত থেকে বিজয়ের শেষ হাসিটি হাসে। এবং টূর্ণামেন্ট কর্তৃপক্ষ ২-১গোলে সোনাইছড়ি খেলোয়াড় সমিতিকে বিজয়ী ঘোষণা করে। এসময় সোনাইছড়ি খেলোয়াড় সমিতিকে স্ব -শরীরে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন সোনাইছড়ি খেলোয়াড় সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ ছানা উল্লাহ, টিম ম্যানেজার ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ক্রীড়াপ্রেমী ও সমাজ সেবক নুরুল আবছার নান্নু, উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসাহী মোঃ হোছাইন,এডভোকেট সোহেল সহ জালিয়াপালং ইউনিয়নের ক্রীড়াপ্রেমী অসংখ্য নেতৃবৃন্দ ও সমর্থকেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চকরিয়া কাকারা বনকর্মীদের উপর হামলা

Share the post

Share the postফয়সাল আলম সাগর: চকরিয়ার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিনে-দুপুরে কেটে উজাড় প্রতিযোগিতার মূখে বনকর্মী কর্তৃক বাঁধা প্রদানে ক্ষিপ্ত হয়ে স্হানীয় এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বনদস্যুরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় ৫জন বনকর্মী আহত হয়েছেন। রবিবার (২ জুন) দুপুরে কাকারা বন বিটের শাহ ওমর নগর এলাকার বনাঞ্চলে এঘটনা ঘটেছে। আহতরা […]

ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সদস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Share the post

Share the postকক্সবাজার: কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সমস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯মে) সকাল ১০টায় আলী আকবর ডেইল ইউপি হলঘরে ইউপি সদস্য শামসুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিএইসডি এনজিও সংস্থার মাঠ সমন্বয়ক কামল উদ্দিন, সাংবাদিক কাইছার সিকদার, ইউপি সদস্য সুজন সিকদার, ফরহাদ প্রমুখ