বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬টি বসতঘর। বুধবার (১৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮ টায় দিকে উপজেলার পৌরসভাধীন মিরপাড়া ৬ নং ওয়ার্ডের নোয়া মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় আগুনে পুড়ে গেছে ছয়টি পাকা বসতঘর। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বােয়ালখালী স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, রাত ৮টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৬টি পাকা বসতঘর পুড়ে গেছে এবং আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।