সাজেকে যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
রাঙামাটি প্রতিনিধি : বাঘাইছড়ি সাজেকে ভাগ্যধন চাকমা (৩৬) নামে পাহাড়ি এক যুুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার ভোররাতে সাজেক ইউনিয়নের নাঙ্গলমারা নামক এলাকায় নিজ বসতঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। নিহত ভাগ্যধন চাকমা নাঙ্গলমারা এলাকার মৃত বরুণ বিকাশ চাকমার ছেলে।
স্থানীয় গ্রামবাসী ও নিরাপত্তাবাহিনী সূত্র জানায় তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। নিহতের স্ত্রী জবারাণী চাকমা (২৭) জানান, ভোররাতে ৭/৮ জনের একদল অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী পাশের মাঠের রাস্তা দেখিয়ে দিতে ভাগ্যধনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফিরেননি। জবারাণী আরও জানান, ভোরে ঘুম থেকে উঠে স্বজনদের ঘটনাটি বলার পর তারা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরের জঙ্গলে ভাগ্যধনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাকে ধারালো দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সাজেক থানার ওসি মোহাম্মদ ইসরাফিল জানান, সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ব্যাপারে বিকেল পর্যন্ত সাজেক থানায় কেউই কোনো অভিযোগ দায়ের করেননি।