শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০২০ প্রদান
চট্টগ্রাম সংবাদ: আজকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাউথইস্ট ব্যাংক লিঃ এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০২০ প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার উদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সাউথইস্ট ব্যাংক লিঃ।
অনুষ্ঠানে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানগণ যারা পিইসিই, জেএসসি ও এসএসসি ইত্যাদি ক্ষেত্রে মেধার পরিচয় দিয়েছেন, এমন ১৯৬ জন শিক্ষার্থীকে সর্বমোট ১২,৯৪,০০০/- টাকার বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সাউথইস্ট ব্যাংক লিঃ এর পক্ষ থেকে সিএমপি বৃত্তি তহবিলে ১০,০০,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যমল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর।