চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে চকবাজার জোনের আওতাধীন আনিকা কমিউনিটি সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প।
চট্টগ্রাম সংবাদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকাল ১১ টায় চকবাজারে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ছাত্রনেতা ফরহাদ জামান লিংকনের পরিচালনায় ফ্রী স্বাস্থ্য সেবা ও ঔষধ সরবরাহ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।উদ্ভোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ আ স ম মিনহাজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, চকবাজার থানা আওয়ামী লীগের
সাধারন সম্পাদক আনসারুল হক, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ,মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্ত। বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাসেদুল আলম জিসান,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রনি মির্জা, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল,সুজন চৌধুরী, বোরহান উদ্দিন ফরহাদ, সাঈদ ইবনে জামান,নয়ন মজুমদার, মীর মোহাম্মদ ইমতিয়াজ, রিয়েল দত্ত, সাদ্দাম হোসেন ইভান,বন্ধন সেন,ছোটন মিত্র, জিতু চৌধুরী, বিশাল দে,মোস্তফা শাকিল, সজল দাশ আলহাজ্ব রেজ উদ্ভোধনী বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন মহিউদ্দিন চৌধুরীর কর্মীরা মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারে না, মহিউদ্দিন চৌধুরী তার কর্মীদের শিখিয়ে গেছে বিপদের সময় জনগণের পাশে কি ভাবে থাকতে হয়, তাই তো করোনা কালীন মানুষ যখন চিকিৎসা সেবা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে তখন মহিউদ্দিন চৌধুরী
ফাউন্ডেশনের উদ্দ্যোগে মানুষের ধারে ধারে গিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ বলেন আমরা সবাই যদি স্বাস্থ্য সেবা মেনে কাজ করি ইনশাআল্লাহ আমরা করোনা জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মহামারী কে যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে, যুদ্ধের সময় হিন্দু, মুসলিম,বৌদ্ধ ক্রিষ্টান কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে রক্ষা করে, ঠিক তেমনি আমাদের হিংসা বিদ্বেষ ভুলে হাতে হাত মিলিয়ে সবাই কে এগিয়ে আসতে হবে এবং করোনা থেকে এদেশের মানুষকে মূক্ত করতে হবে, আমার প্রিয় নেতা আমার অবিভাবক আলহাজ্ব এবি এম মহিউদ্দিন চৌধুরী আমাদের শিখিয়ে গেছে কিভাবে যুদ্ধে ঝাপিয়ে পড়তে হয়, তাই আজ জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস আক্রমণের শুরু থেকে এখনো মাঠে আছি এবং থাকবো, আমাকে আপনারা দোয়া করবেন আমি যাতে সারাজীবন মানুষের পাশে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।