জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের সভা ১৪ আগস্ট
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর। এছাড়াও ১৫ আগস্ট সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, সকাল ৯ টায় উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের কর্মসূচিতে অংশগ্রহণ, বাদে জোহর উপজেলা মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়েছে। উক্ত কর্মসূচিতে যোগদান করার জন্য সকল ওয়ার্ড ও পৌরসভা আওয়ামী পরিবারের সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নুরুল গনি শাহ ও শেখ শহিদুল আলম।