চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফা স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন

Share the post

মুজিবুল হক,স্টার্ফ রির্পোটার

চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে আর্তপীড়িত মানবতার সেবা প্রদানের লক্ষ্যে আহমদ ছফা স্বাস্থ্য সেবা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। গতকাল ২০ জুলাই (সোমবার) সকালে আহমদ ছফার গ্রামের বাড়ি সংলগ্ন দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মো. পাড়া রহমানিয়া আহমদিয়া এ.এস সুন্নিয়া দাখিল মাদ্রাসায় স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে এবং আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, উদ্বোধক ছিলেন টোটাল গ্রæপের পরিচালক আফনান ইসলাম, প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন, বিশেষ আলোচক ছিলেন আহমদ ছফা পরিষদ সভাপতি শাহজাহান আজাদ। এতে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক গাজী মো. বোরহান উদ্দীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সওদাগর, যুগ্ন সম্পাদক আবদুর রশিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. নুরুল আমজাদ চৌধুরী, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী মো. হোসাইন, কাজী মো. আলমগীর, মো. সোলাইমান, মো. মাসুদ, শিক্ষক মাওলানা আবদুল মালেক, মাওলানা মো. জাহেদ হোসেন, কবি মনজুরুল ইসলাম, মাওলানা ইয়াছিন আরফাত রুবেল প্রমুখ। প্রধান অতিথি ইউএনও ইমতিয়াজ হোসেন বলেন, সাহিত্যিক আহমদ ছফা পরিষদের মাধ্যমে তাঁর স্মৃতি রক্ষার্থে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি দরিদ্র পীড়িত মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসে সংশ্লিষ্টরা একটি ভাল কাজ করেছেন। সাহিত্যিক আহমদ ছফা চন্দনাইশে জন্ম নিয়েও তাঁর প্রতিভা গুণে জাতীয় ও আন্তজার্তিক অঙ্গনে স্থায়ী আসন করে নিয়েছেন। উদ্বোধক আফনান ইসলাম বলেন, সাহিত্যিক আহমদ ছফার স্মৃতি বিজড়িত দক্ষিন গাছবাড়িয়া গ্রামে তাঁর নামে স্বাস্থ্ সেবা কেন্দ্র প্রতিষ্ঠায় অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ও চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন বলেন, এলাকাবাসির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে এই স্বাস্থ্য সেবা কেন্দ্র কাজ করে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান সভাপতি কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

Share the post

Share the postচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৬ ইং) দৈনিক যুগান্তর’ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক এস এম ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় ‘ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি আব্দুল্লাহ আল   কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  সকালে সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ্য সীতাকুণ্ড প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ […]

জমি দখল নিতে রোপণকৃত ২০ শতক জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ আনসার সদস্যের বিরুদ্ধে

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হিমছড়ি মৌলভীপাড়া ধান রোপনকৃত ফসলি জমি নষ্ট করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছ কক্সবাজার, কুতুবদিয়া  নিয়োজিত আনসার প্রশিক্ষক মোছলেহ উদ্দীন এর বিরুদ্ধে। ভুক্তভোগী ওসমান গণি জানান, গত ১৪-০৯-২৪ ইং বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় অবৈদ অস্ত্রশস্ত্র  সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার রোপিত ধান্য […]