চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফা স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন

Share the post

মুজিবুল হক,স্টার্ফ রির্পোটার

চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে আর্তপীড়িত মানবতার সেবা প্রদানের লক্ষ্যে আহমদ ছফা স্বাস্থ্য সেবা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। গতকাল ২০ জুলাই (সোমবার) সকালে আহমদ ছফার গ্রামের বাড়ি সংলগ্ন দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মো. পাড়া রহমানিয়া আহমদিয়া এ.এস সুন্নিয়া দাখিল মাদ্রাসায় স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে এবং আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, উদ্বোধক ছিলেন টোটাল গ্রæপের পরিচালক আফনান ইসলাম, প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন, বিশেষ আলোচক ছিলেন আহমদ ছফা পরিষদ সভাপতি শাহজাহান আজাদ। এতে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক গাজী মো. বোরহান উদ্দীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সওদাগর, যুগ্ন সম্পাদক আবদুর রশিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. নুরুল আমজাদ চৌধুরী, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী মো. হোসাইন, কাজী মো. আলমগীর, মো. সোলাইমান, মো. মাসুদ, শিক্ষক মাওলানা আবদুল মালেক, মাওলানা মো. জাহেদ হোসেন, কবি মনজুরুল ইসলাম, মাওলানা ইয়াছিন আরফাত রুবেল প্রমুখ। প্রধান অতিথি ইউএনও ইমতিয়াজ হোসেন বলেন, সাহিত্যিক আহমদ ছফা পরিষদের মাধ্যমে তাঁর স্মৃতি রক্ষার্থে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি দরিদ্র পীড়িত মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসে সংশ্লিষ্টরা একটি ভাল কাজ করেছেন। সাহিত্যিক আহমদ ছফা চন্দনাইশে জন্ম নিয়েও তাঁর প্রতিভা গুণে জাতীয় ও আন্তজার্তিক অঙ্গনে স্থায়ী আসন করে নিয়েছেন। উদ্বোধক আফনান ইসলাম বলেন, সাহিত্যিক আহমদ ছফার স্মৃতি বিজড়িত দক্ষিন গাছবাড়িয়া গ্রামে তাঁর নামে স্বাস্থ্ সেবা কেন্দ্র প্রতিষ্ঠায় অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ও চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন বলেন, এলাকাবাসির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে এই স্বাস্থ্য সেবা কেন্দ্র কাজ করে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]