ফের পূর্বের জায়গায় চকবাজারের কাঁচাবাজার,বালাই নেই সামাজিক দূরত্বের

Share the post

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম: গত ১৭ এপ্রিল সামাজিক দূরত্ব নিশ্চিত করনে চট্টগ্রামের ধনিয়ার পুলস্থ কাঁচাবাজার সরিয়ে প্যারেড মাঠে অস্থায়ী কাঁচাবাজার বসিয়েছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বাজার ইজারাদার কমিটির তত্বাবধানে ধনিয়ার পুলস্থ কাঁচাবাজারটি অস্থায়ীভাবে চট্টগ্রামের প্যারেড মাঠে বসানো হয়েছিলো।

করোনা ভাইরাস ছড়ানোর আতুড়ঘর হিসেবে দেখানো হচ্ছে কাঁচাবাজার গুলো সেই প্রেক্ষিতে চট্টগ্রামে করোনা সংক্রমনের শুরু থেকে কাঁচাবাজারগুলোকে উন্মুক্ত স্থানে বসানোর কার্যক্রম শুরু করেছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ,তারই ধারাবাহিকতায় ধনিয়ার পুলস্থ কাঁচাবাজারটি স্থানান্তর করা হয়েছিলো প্যারেড মাঠে(চট্টগ্রাম কলেজ সংশ্লিষ্ট মাঠ)।তখন কাঁচাবাজার ছাড়াও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দোকান,মাছ,মাংসের দোকান মিলিয়ে প্রায় শ’খানেক দোকান বসিয়ে মানুষ যাতে সব প্রয়োজনীয় জিনিস এক জায়গায় পায় সেই ব্যবস্থা করেছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।কিন্তু বর্তমানের সেখানের চিত্র পুরোটা ভিন্ন পুলিশ ও বাজার কমিটির সিদ্ধান্ত অমান্য করে প্রায় দোকান চলে গিয়েছে আগের জায়গায় সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করনের কোন প্রয়াস নেই দোকান মালিকদের।

প্যারেড মাঠে বাজার স্থানান্তরের পর থেকে পুলিশের সদস্য ও বাজার কমিটির স্বেচ্ছাসেবকরা সেখানকার সামাজিক দূরত্ব নিশ্চিত করন ও আগের জায়গায় যাতে কোন দোকান না বসে সে দ্বায়িত্বে ছিলো তবে কিভাবে প্রশাসন ও বাজার কমিটির চোখ ফাঁকি দিয়ে তাঁরা আগের জায়গায় দোকান বসিয়েছে?সেই প্রশ্নের জবাবে বাজার কমিটির ইজারাদার মোহাম্মদ ইদ্রিস জানান-”তারা কোনভাবেই আমাদের কথা মানছে না,তাদের বাজারে বসিয়ে দিয়ে আমরা একটু বাজারের আড়াল হলেই এরা ওখানে ফিরে যায় আমাদের অনেক স্বেচ্ছাসেবক এই বাজার নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছে যার ফলে আমরা অনেকে ঠিকঠাক দেখাশোনাও করতে পারছি না সেই সুযোগে এরা নিষেধাজ্ঞা অমান্য করছে”। প্যারেড মাঠে ক্রেতাদের সুবিধার্থে সেনাবাহিনীর উদ্যোগে ও জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠের সহায়তায় প্রবেশমুখে দুটি ডিসইনফেকশন পয়েন্ট বসানো হয়েছে।দোকানগুলোকেও নিদিষ্ট দূরত্বে বসানো হয়েছিলো এত সুবিধে স্বত্তেও দোকানদাররা কেন আগের জায়গা চলে যাচ্ছে এই প্রশ্নের প্রক্ষিতে প্যারেড মাঠে থাকা দোকানদারা বলছেন স্থানীয় কিছু লোককে চাঁদা দিয়ে ও প্রসাশনের সহায়তায় তারা ওখানে গিয়ে ব্যবসা করতে পারছে। আগের জায়গায় বাজার ফিরে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে ধনিয়ার পুল মোড়ে দ্বায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিনহাজ জানান-”এদের সকালে বাজারে(প্যারেড মাঠে)ডুকিয়ে দিলে এরা কিছুক্ষণ পরেই বের হয়ে যায়,আমরা করোনা সংক্রমণের শুরু থেকে মাঠে আছি,আমাদের অনেক

সদস্যও আক্রান্তও হয়েছে,আমরা চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে ভালো থাকা যায়।তাদের বাজার ত্যাগ করাতে পুলিশের কোন হাত বা সহায়তা নেই বলে জানান তিনি”। প্যারেড মাঠে বাজার করতে আসা জামিল নামের এক ক্রেতা জানান আমার বাসা আগের বাজারের পাশে হওয়া স্বত্তেও আমি এখানে(প্যারেড মাঠে)বাজার করতে এসেছি কারণ এখানে দূরত্ব নিশ্চিত করা যায়।সংক্রমিত হওয়া আশংকা কম। স্থানীয় লোকদের চাঁদা দিয়ে আগের বাজার বসানোর বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন দ্বায়িত্বরত পুলিশ অফিসার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]