সাবধান, চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের আড়ালে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার

Share the post

চট্টগ্রাম সিটি: চট্টগ্রামে শিল্প কারখানায় লোহা কাটাসহ ভারি কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, অন্যদিকে এর সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় এ কাজের সঙ্গে জড়িত চারটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়। আর এ অক্সিজেন হয় একেবারে মানবদেহের উপযোগী। এতে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

ভ্রাম্যমাণ আদালত বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পায় মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেয়ার অপচেষ্টার। সেই সঙ্গে দামও রাখা হচ্ছে কয়েকগুণ বেশি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেয়া হচ্ছে। 

চিকিৎসকদের মতে, মেডিকেল অক্সিজেনের পরিবর্তে মুমূর্ষু রোগীদের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেয়া হলে তা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।

এ প্রসঙ্গে ডা. সেলিম জাহাঙ্গীর বলেন, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রোগীর জন্য ক্ষতিকর। এতে উপকারের থেকে ক্ষতিই বেশি। 

অনেকেই অপ্রয়োজনীয়ভাবে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে মজুত করছে বলে অভিযোগ উঠেছে। তবে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কারণে বাসা বাড়িতে বিস্ফোরণের মতো দুর্ঘটনার শঙ্কা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির।

তিনি বলেন, ভেজাল সিলিন্ডারে বিস্ফোরণ হতে পারে। এ ধরনের অক্সিজেন যেন বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবার সজাগ থাকতে হবে। মানুষকেউ সচেতন হতে হবে। 

যাদের বিরুদ্ধে অভিযোগ-তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন। তবে যারা এখনো ব্যবসা করছেন তারা অভিযোগ অস্বীকার করছেন।

তারা বলেন, আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ব্যবসা করি। রিফিল করি। তাই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।  

অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে নগরীতে ছোট সাইজের সাড়ে তিনশ এবং বড় সাইজের তিনশ মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। যা প্রয়োজনের তুলনায় এক চতুর্থাংশ। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাউজানে ঐতিহাসিক বদর দিবসে গাউসিয়া কমিটি উপজেলা উত্তর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ১৮ই মার্চ মঙ্গলবার বিকেলে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক দাওয়াতে খাইর সম্পাদক […]

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]