ওষুধের বাজার হাজারী গলিতে ৪ ম্যাজিস্ট্রেটের সাঁড়াশি অভিযান

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (৭ জুন) দুপুরে শুরু হওয়া এই অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে দিচ্ছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- শিরীন আক্তার, মো. উমর ফারুক, গালিব চৌধুরী এবং এস এম আলমগীর।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বাংলানিউজকে জানান, ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে ওষুধ বিক্রেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, অভিযানে যাদের বিরুদ্ধে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যাবে- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।

Image may contain: 1 person

গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসিতে রোগীদের ভিড়ও বাড়ছে। ওষুধের চাহিদাও বেড়েছে কয়েকগুণ।

ওষুধের চাহিদা বৃদ্ধির এই সুযোগ কাজে লাগিয়ে ফার্মেসিগুলোতে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

Image may contain: one or more people

ক্রেতাদের অভিযোগের মধ্যেই চট্টগ্রামের সবচেয়ে বড় ওষুধের বাজার হাজারী গলিতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে সাঁড়াশি অভিযান পরিচালনার পদক্ষেপ নিলো জেলা প্রশাসন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]