“মাত্রাবৃত্তের ভালোবাসায় সিক্ত হলেন শতাধিক পরিবার “
(আসাদুজ্জামান বুলবুল): সমগ্র বিশ্ব এক সংকটকালীন সময় পার করছে। করোনা ভাইরাসের প্রকোপে সবাই আতঙ্কিত।লক ডাউন থাকলেও পরিবারের সবার অন্ন যোগান দিতে কেউ কেউ কাজ করছে পুরো দমে।অনেকই কারো কাছে যেতে না পারার সত্ত্বেও নিবিড় হয়ে বাসায় কোন কোন বেলা না খেয়েও সময় পার করছে। আর তাদের কাছে ঈদ উপহার পৌঁছে দেয় মাত্রাবৃত্ত,এ লক্ষ্যে ১০০ পরিবারের কাছে ভালোবাসার উপহার পৌছে দেয় মাত্রাবৃত্ত।এ কার্যক্রমে প্রথম থেকে মাঠ কর্মী হিসেবে কাজ করেছেন সাগর দে,নয়ন দে,জয়নাল অাবেদিন,শেখ মোঃ সাকিব,অাশরাফুল অালম সিদ্দিক,শুভ দাশ,জয় মিত্র,মোঃ সোহাগ,রফিকুল ইসলাম সাগর,তানভির ইহান,জুনায়েদ শাহ,শুভ বিপুল,প্রান্ত রনি চক্রবর্তী,রায়হান,শ্রীকান্ত। সার্বিক সহযোগিতা করেছেন পাওয়ার লাইন কম্পিউটার এর স্বত্বাধিকারী রাখাল চন্দ্র নাথ। সংগঠনের পৃষ্ঠপোষক দীপাঞ্জন কুমার বড়ুয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই মানবিক উদ্যোগ হাতে নিয়েছি, আমাদের দূরদূরান্তের বন্ধুরা তাদের আর্থিক সহায়তা দিয়ে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে।সমাজের বিত্তবানদের উচিত দেশের এই সংকটকালীন মুহুর্তে এগিয়ে আসা।ভবিষ্যতে ও “মাত্রাবৃত্ত” যে কোন মানবতার প্রয়োজনে বিরামহীন মানবসেবা দিয়ে যাবে।