পূর্বাশার আলোর পক্ষ থেকে মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ঈদের উপহার বিতরণ
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। ২২ মে শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে এ উপহার বিতরণ করা হয় সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইতিপূর্বে পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও অসহায়দের মাঝেও ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সদস্য রফিকুল আলম ওয়াহিদ প্রমুখ।