হালিশহর থানা ছাত্রদলের পক্ষ থেকে ইফতার বিতরণ
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): চট্টগ্রাম মহানগর আওতাধীন হালিশহর এলাকায় হালিশহর থানা ছাত্রদল নেতা সামিউল কবির সিয়াম এর উদ্যােগে হালিশহর থানা ছাত্রদলের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে। মহামারি করোনা ক্রান্তিলগ্নে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জহির উদ্দীন বাবর এর নির্দেশে পবিত্র রমজানে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৫ই মে শুক্রবার চট্টগ্রাম মহানগর আওতাধীন হালিশহর থানা ছাত্রদল এর পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জহির উদ্দীন বাবর, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা হায়দার খান, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাসেল চৌধুরী, আরমান হোসেন আফ্রিদি এবং সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা বিল্লাল হোসেন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রদল নেতা তানভীর সিজান ও ওসামা বিন আলম।