ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান লতিফ নেজামী আর নেই
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মারা গেছেন
১১ মে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।
দলটির নেতাকর্মীরা জানান, সোমবার মাগরিবের নামাজের অজু করতে গিয়ে লুটিয়ে পড়েন মাওলানা আবদুল লতিফ নেজামী। দ্রুত হাসপতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লতিফ নেজামীর লাশ রাতেই জন্মস্থান নরসিংদীর শিবপুরে নিয়ে যাওয়া হবে।
সেখানে ইটাখোলা গ্রামে মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
লতিফ নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মাওলানা আবদুল লতিফ নেজামী প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে তিনি আমৃত্যু ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
মাওলানা নেজামী হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল।
চারদলীয় জোট ২০১২ সালে সম্প্রসারণ করে ২০ দল করা হলেও সেই জোটে ইসলামী ঐক্যজোট ছিল।
২০১৬ সালের ৭ জানুয়ারি ২০ দলীয় জোটে মতভিন্নতায় নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটা অংশ জোট থেকে বেরিয়ে আসে। তখন মাওলানা এমএ রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি অংশ ২০ দলে থেকে যায়।