বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহর অনুরোধে রোববার থেকে দোকান খোলা না রাখার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের অনুরোধে রোববার থেকে দোকান খোলা না রাখার সিদ্ধান্ত ঘোষনা দিয়েছে দোকান মালিক সমিতি। ১০ মে, রোববার সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও মেয়রের আহ্বানে ব্যবসায়ীরা ঈদ বাজারের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যতোদিন করোনার প্রাদুর্ভাব থাকবে ততোদিন ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখারও ঘোষাণা দেন। গতকাল শনিবার রাত ১২টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ তাঁর বাসভবনে ব্যবসায়ীদের ওই আহ্বান জানালে ব্যবসায়ীরা তাঁর আহ্বানে সাড়া দেন। ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে মেয়র সাদিক আবদুল্লাহ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে মেয়র বলেন, করোনা বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবেলা করতে হলে সবার সহযোগিতা দরকার। এবছর করোনা মহামারীর কথা চিন্তা করে ঈদ বাজার না খুলতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। ব্যবসায়ীরা তাঁর আহ্বানে সাড়া দিয়ে আজ বুধবার ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেয়র সাদিক বলেন, আগে মানুষ বাঁচতে হবে। তার পর ঈদ। এক বছর ঈদে নতুন পোশাক না পড়লে এমন কোন ক্ষতি হবে না। বরং এই মুহূর্তে অসহায় ও কর্মহীনদের পাশে নতুন পোশাক কেনার অর্থ বরাদ্দ করলে তারা উপকৃত হবেন। আমরা সবাই মিলে করোনার এই দুর্যোগ মোকাবেলা শেষে সুন্দর পরিবেশে আগামী ঈদ করতে চাই। এই জন্য এবছরের ঈদকে প্রধান্য না দেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে তিনি সকলকে বাড়ি থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন