মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ, হাওরে বোরো ধান কর্তন এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ-২০২০ সংক্রান্ত বিষয়ে সচিব মোহাম্মদ জয়নুল বারীর মতবিনিময় সভা
তামিম রহমান চৌধুরী (সিলেট): ৩০ এপ্রিল ২০২০ তারিখ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, সুনামগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ, হাওরে বোরো ধান কর্তন এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ-২০২০ সংক্রান্ত বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মাণিত সচিব জনাব মোহাম্মদ জয়নুল বারী মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জ জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনাব শামীমা আক্তার খানম, মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন (সিলেট-সুনামগঞ্জ), জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ, ডাঃ মোঃ শামস উদ্দিন, সিভিল সার্জন, সুনামগঞ্জ, জনাব মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, লে: কর্ণেল, জনাব মোঃ সাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ (পওর-১) জনাব মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ (পওর-২), জনাব ব্যারিস্টার এম.এনামুল কবীর ইমন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, সুনামগঞ্জ জেলা শাখা, জনাব মোহাম্মদ এমরান হোসেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ, জনাব মোহাম্মদ, রশেদ ইকবাল চৌধুরী, অতিক্তি জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ, জনাব সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, জনাব নাদের বখত, মেয়র, সুনামগঞ্জ পৌরসভা, জনাব খায়রুল হুদা চপল, চেয়ারম্যান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ, সুনামগঞ্জ সদর, জনাব ইয়াসমিন নাহর রুমা, উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর, জনাব সুচিত্রা রায়, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সুনামগঞ্জ, জনাব মোঃ শাহীনুর সিদ্দিক, উপ-পরিচালক, এনএসআই, জনাব পংকজ দে, সভাপতি, সুনামগঞ্জ প্রেসক্লাব, জনাব আইনুল ইসলাম বাবলু, প্রতিনিধি বিটিভি, জনাব মোঃ আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার, সুনামগঞ্জ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত খাদ্য সহায়তা বিতরণ, সুনামগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমন ও প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও করনীয় নিয়ে পর্যালোচনা, হাওরে বোরো ধান কর্তন এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ-২০২০ বিষয়ে আলোচনা করা হয় এবং সমস্যা সমাধানে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।