নিজের জন্মদিন উৎযাপণ না করে জমানো টাকা দিয়ে পথশিশুদের বস্ত্র বিতরণ করলেন চট্টগ্রাম সরকারী মডেল কলেজ ছাত্রলীগের প্রতিষ্টাকালীন সভাপতি রবিউল আনোয়ার (তুষার)
নিজস্ব প্রতিবেদক: দেশের এই দুর্যোগপূণ অবস্থায় মানুষ যখন দিশেহারা। এমন সময়ে প্রত্যেকেই যে যেভাবে পারে সামাজিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমাদের সমাজে পথশিশুদের এক বিশাল অংশের অবস্থান।বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ৫টি মৌলিক অধিকারের যার ১টি ও তারা ঠিকভাবে পাই না।। ঈদ মানেই তাদের জন্য নতুন কাপড়ের যোগান।৷ প্রতিবছর সমাজের বিভিন্ন স্তরের গণ্য-মান্য ব্যক্তি এবং কিছু সংস্থা পথশিশুদের বস্ত্রের চাহিদা পূরণ করতেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সব আশা যেন ছিন্নভিন্ন হয়ে গেছে এই পথশিশুদের। তাই ছাত্রনেতা রবিউল আনোয়ার তুষারের এই ব্যতিক্রমী উদ্যোগ। তিনি বলেন- “দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় সমাজের প্রত্যেকেই যে যেভাবে পারে নিজেদের সাহায্য করছে,কিন্তু বরাবরের মতই এখন ও পথশিশুরা অবহেলিত।তাই এবার আমি আমার জন্মদিন উপলক্ষে সামর্থ্য অনুযায়ী ওদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।এই ক্রান্তিলগ্নের কিছুদিন আগেই আমরা আমাদের প্রতিষ্টান ‘ মেগনেটো’র যাত্রা শুরু করি। মেগনেটোর সহযোগিতায় আমি এই উদ্যোগ গ্রহণ করি।এবং সমাজের প্রত্যেকের কাছে অনুরোধ-যার যতটুকু সামর্থ্য আপনার আশেপাশের পথশিশুদের পাশে দাড়াবেন।”