বাকলিয়া হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাবার প্রদান: শিক্ষা উপমন্ত্রী নওফেল
সুব্রতমজুমদার(চট্টগ্রাম প্রতিনিধি): করোনা প্রাদুর্ভাবে সাংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বাকলিয়ায় অসহায় দরিদ্র বস্তিবাসীর মাঝে রান্না করা খাবার প্রদান করেছে। “আতঙ্ক নয়, সচেতন হলেই করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা সম্ভব” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে রবিবার ১৯ এপ্রিল বিকালে বাকলিয়া হাফেজ নগর এলাকায় ১০০০ পরিবারের মাঝে খাবার প্রদান করে চট্টলার কৃতিসন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ‘করোনাভাইরাস’ প্রতিরোধে দেশব্যাপী চলমান অঘোষিত ‘লকডাউনে’ খেটে খাওয়া, দিনমজুর, নিম্নবিত্ত পরিবারে হাহাকার অবস্থা। ফলে এসব অসহায় দরিদ্র মানুষের দ্বারে দ্বারে খাবার প্রদান অব্যাহত রেখেছেন আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর পরিবার। বাকলিয়া হাফেজ নগর এলাকায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল চৌধুরী শাওনের নেতৃত্বে মন্নান কলোনী, ইসলাম কলোনী, আলম কুটির কলোনী, আব্দুর নুর কলোনী, মমতাজ কলোনী ও নয়ন কলোনীসহ প্রত্যেক ঘরে ঘরে খাবার প্রদান করা হয়। মানবতার এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল চৌধুরী শাওন। পুলিশের দায়িত্বের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে সাংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের খাবার ভ্যানগাড়ি দিয়ে নিজে টেনে নিয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার প্রদান করেন। এলাকার সচেতন নাগরিকরা পুলিশের মানবসেবার ব্রত নিয়ে কাজ করা এ পেশার মানুষদের অনেকেই নেতিবাচক ধারণা পোষণ করেন। কিন্তু ওই ধারণাকে মিথ্যা প্রমাণ করছে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মানবিক দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করেছে, জয় করেছে সাধারণ মানুষের মন। আসুন অন্তত একবার মুক্ত মনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বাহিনীকে জানাই অভিবাদন। আর প্রত্যাশা হোক মানবতার কাছে পরাভূত হবে করোনাভাইরাস।