রাইজিং স্টার চ্যারিটির সাথে সেলিব্রেটি মডেল মিথিলা, সামিরা মাহি ও ইভেন্ট অরগানাইযার কনোক ওবাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত,ঘরে ঘরে পৌছে দিচ্ছে খাবার।

Share the post

এস এইচ জনি (ঢাকা প্রতিনিধি): করোনা মোকাবেলায় শুরু থেকেই দেশে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ। ইতিমধ্যে দেশের ৯ টি উপজেলাতে প্রায় ১ হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি। এ ছাড়াও ঢাকার রাস্তার প্রাণিদের খাবার সরবরাহ করে যাচ্ছে সংগঠনটি। পুরোবিশ্বের এই দূর্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরা যেন ক্ষুধায় কষ্ট না করে তাদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে সারাদেশে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদের ৩০০ এর অধিক সেচ্ছাসেবী। খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনটি প্রথম ধাপে ঢাকা, চট্রগ্রাম, রুপগন্জ , নওগা, কক্সবাজার, বরিশাল, ভোলা, খুলনা এবং আরও অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করেছেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি ঢাকার রাস্তার অবলা প্রাণীদের ক্ষুধা নিবারণে কাজ করছে সংগঠনটি। ঢাকার বিভিন্ন রাস্তার অলিতে গলিতে ঘুরে অসহায়-অবলা প্রাণিদের জন্য তারা খাবার রান্না করে পথের ধারে রাখছেন। এ বিষয়ে জানতে চাইলে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদের সিইও আবির আহমেদ খান বলেন, করোনা মোকাবেলার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়াতে “কোভিড ১৯ এইড বাংলাদেশ” কর্মসূচির অংশ হিসাবে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের খাদ্যের যোগান দিয়েছি। এ ছাড়াও অবলা প্রাণিদের জন্য খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সারাদেশে পরিচালিত করছি। কিন্তু মহামারীর এই মুহূর্তে লকডাউনে ঘরে বসে থাকায় মানুষেরা অনেক বেশি অসহায় হয়ে পড়ছে। সকলের সহযোগিতা থাকলে আরো বেশি মানুষের কাছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদের সেবা পৌঁছে দিতে পারবো। এছারাও রাইজিং স্টার চ্যারিটি বাংলাদের প্রধান উপদেস্টা রাজিয়া হক কনোক জানান, ঢাকার বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন পরিবারের নামের তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে কিছু পরিবারের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলোতে পর্যায়ক্রমে খাদ্য

সহায়তা পৌঁছে দেওয়া হবে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, ১টি সাবান বা টাকা পাঠিয়ে দিলে নিজেদের প্রয়োজন অনুযায়ী বাজার করে নিচ্ছেন। তাছাড়া এই সময়ে উপজেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় কর্মহীনদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান তিনি। আরও রাজিং স্টারের সংগ্ঙে আছেন এ সময়ের জনপ্রিয় বাংলাদেশি বলিউড নায়িকা তানজিয়া জামান মিথীলা এবং

বর্তমানের জনপ্রিয় মডেল সামিরা খান মাহী। মিথিলা বলেন মিডিয়ার সবাই যদি এগিয়ে আসি তাহলে কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পারব,কিছু কষ্ট দুর করতে পারব। মাহি বলেন আমরা যদি সবার অবস্থান থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসি তাহলে সমাজের কেউ না খেয়ে থাকবে না। আপনার আসে পাশের মানুষের জন্ন্য সবাই আমাদের রাইসিং স্টার কে সহযোগিতা করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]

আশুলিয়ার অলিগলিতে এখন মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাদক ব্যাবসায়ীগন উঠতি বয়সী তরুণরা প্রচন্ড ঝুঁকির মুখে!!!!

Share the post

Share the postমোঃ আবু ছালেহ বিপ্লব  ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা। সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। […]