সন্দ্বীপে পাওয়া যাচ্ছে ১০ টাকার সদাই প্যাকেজ
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপের তরুণ প্রজন্ম চলমান সংকটে যারা ত্রাণ নিচ্ছেন না শুধুমাত্র তাদেরকে খুঁজে বের করে দিচ্ছেন ১০ টাকার সদাই প্যাকেজ। তবে এ দোকানে ক্রেতা হবে কষ্টে থাকা মধ্যবিও পরিবার। তবে এ প্যাকেজ একটা পরিবার মাসে তিন বার নিতে পারবে। ১০ টাকার বিনিময়ে যে পণ্য পাওয়া যাবে তা হল ১/ চাল ৬ কেজি ২/ ডাল ১ কেজি ৩/ আলু ৪ কেজি ৪/ তৈল ১লিটার ৫/ চনা বুট ২ কেজি ৬/ চিড়া ১ কেজি ৭/ খেজুর আদা কেজি তবে এ দোকানের পরিকল্পনা আছে ৫০০ পরিবারের সাথে থাকার যা মাসে ১৫০০ টি প্যাকেট। অবশেষে ধন্যবাদ জানাই সন্দ্বীপের তরুণ প্রজন্মের অহংকার হান্নান তারেক, খোদাই বক্স সাইফুল, শাকিল ,ও পাবেল ভাই সহ সকলকে যারা এ সংকটে মানবতার কাজে এগিয়ে আসছে এবং অসহায়র সেবা করে যাচ্ছে