চট্টগ্রামে অস্থায়ী কাঁচাবাজার প্যারেড মাঠে, সামাাজিক দূরত্ব নিশ্চিতে সিএমপির অনন্য উদ্যোগ।

Share the post

মুজিবুল হক,সিনিয়র রিপোর্টারঃ চট্টগ্রাম করোনা ভাইরাস ছড়ানোর আতুড়ঘর হিসেবে দেখানো হচ্ছে কাঁচাবাজার গুলো,সামাজিক দূরত্ব নিশ্চিত করনে চট্টগ্রামের ধনিয়ার পুলস্থ কাঁচাবাজার সরিয়ে প্যারেড মাঠে অস্থায়ী কাঁচাবাজার বসিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।সরকার,বিশ্ব সংস্থা থেকে বার বার সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা আসলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বালায় নেই চট্টগ্রামের কাঁচাবাজার গুলোতে।এই বিষয়ে প্রশ্ন উঠেছে জনমনে, করোনা ছড়ানাের আতুড়ঘর এই কাচাবাজারগুলাে নয়তো?এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তত্বাবধানে ধনিয়ার পুলস্থ কাঁচাবাজারটি অস্থায়ীভাবে চট্টগ্রামের প্যারেড মাঠে বসানো হয়েছে।

কাঁচাবাজারটির ইজারাদার ও চকবাজার থানা পুলিশের যৌথ কার্যক্রমে বাজারে চলছে সামাজিক দূরত্ব নিশ্চিত করনের নিছিন্দ্র কার্যক্রম।চকাবাজার কাঁচাবাজারের ইজারাদার মোহাম্মদ ইদ্রিস হোসেন জানান -পুলিশের সার্বিক সহায়তায় আমরা এ কাজটি করতে সমর্থ হয়েছি।আমাদের ভলান্টিয়াররা ক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিত করনে কাজ করছে।আবু হেলাল নামের সবজি বিক্রেতা জানান এখানে নিদিষ্ট দূরত্ব বজায় রেখে তাঁরা নিশ্চিন্তমনে ব্যবসা করতে পারছেন ক্রেতারাও সন্তুষ্ট এই কার্যক্রমে,সুমাইয়া পারভীন নামের এক ক্রেতা জানান গতকাল ধনিয়ার পুলের স্থায়ী বাজারে গিয়ে মানুষের ঢল দেখে আতকে উঠেছিলেন,আজকে দোকান গুলোর নিদিষ্ট দূরত্ব ও ক্রেতাদের দূরত্ব বজায় রেখে কেনাকাটার দৃশ্য দেখে তিনি সন্তুষ্ট।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান জানান আমাদের মাননীয় পুলিশ কমিশনার এই ব্যাপারে আমাদের সার্বিক নির্দেশনা দিচ্ছেন,আমরা করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম কাজ করে যাচ্ছি,সামাজিক দূরত্ব নিশ্চিত করনে আমরা চকবাজারের এই বাজারটিকে অস্থায়ীভাবে প্যারেড মাঠে বসিয়েছি,আশা করছি এতে সামাজিক দূরত্ব বজায় থাকবে,বাজার কমিটির লোকজনের সাথে আমাদের পুলিশ সদস্যরাও সার্বিক পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে।আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি,নিজের নিরাপত্তা,নিজেকে নিরাপদ রাখার বিষয়টা নিজ থেকে আসতে হবে,তবু আমরা চেষ্টার কমতি রাখছি না। উল্লেখ্য বাজারের প্রবেশ পথে উত্তর দিকের গেইট এবং বের হওয়ার পথ দক্ষিণ পূর্বের গেইটটি।সাথে সাথে কোন ক্রেতা মাস্ক ছাড়া বাজারের প্রবেশের সুযোগ পাবে না বলে জানায় পুলিশ।বাজার চলবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]