অনির্দিষ্টকালের জন্য লকডাউন চট্টগ্রামের সাতকানিয়া
সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে লকডাউন কার্যকর হবে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
চট্টগ্রামের মোট ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে ৮ জনই সাতকানিয়া উপজেলার।
পশ্চিম ঢেমশা ইউনিয়নের এক ব্যক্তি (৬৯) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার রাতে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়।
গতকাল মঙ্গলবার সাতকানিয়ায় আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন ওই বৃদ্ধের ছেলে। একজন স্থানীয় গ্রাম পুলিশের সদস্য, একজন সিএনজিচালিত অটোরিকশার চালক, দুজন ব্যবসায়ী। তাঁরা ওই বৃদ্ধের চিকিৎসা থেকে শুরু করে দাফনের সময়ও কাছাকাছি ছিলেন।