দরিদ্রদের পাশে আমরিন ব্রাদার্স ও মাওয়া গ্রুপের ত্রাণ বিতরণ
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): মহামারী করোনা ভাইরাসে অসহায় হতদরিদ্রদের মাঝে আমরিন এন্ড ব্রাদার্স এর স্বাত্তাধিকারী বিশিষ্ট সমাজসেক আলহাজ্ব মনছুর আলম (পাপ্পি) ও মাওয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোহাম্মদ আলম ববি’র পক্ষ থেকে আজ ১৩ এপ্রিল সোমবার ত্রাণ বিতরণ করা হয়। জানতে চাইলে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমরিন এন্ড ব্রাদার্স এর স্বাত্তাধিকারী বিশিষ্ট সমাজসেক আলহাজ্ব মনছুর আলম (পাপ্পি) বলেন, মানুষ তো মানুষের জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই এই মহামারি দূর্যোগ অসহায় মানুষদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ অনাহারে থাকবেনা। মহান আল্লাহ সবাইকে এই মহামারি থেকে রক্ষা করুক সেই ফরিয়াদ জানাই। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই তারা হতদরিদ্রদের পাশে থেকে বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছেন। আগামিতেও এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।