কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে রেলওয়ে হাসপাতাল

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের সিআরবির বক্ষব্যাধি হাসপাতালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রেখেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট হলেও বেড রয়েছে ৩৭টি।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদকে চিঠি দিয়ে হাসপাতালটি প্রস্তুত রাখতে বলা হয়। স্বাস্থ্য বিভাগের চিঠির প্রেক্ষিতে রেলওয়ে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দিতে অনুরোধ করে রেলওয়ে কর্তৃপক্ষ।  তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যারা হোম কোয়ারেন্টিন মানবে না শুধু তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার জন্য রেলওয়ের হাসপাতালটি প্রস্তুত রাখা হয়েছে। এখানে অতিরিক্ত ডাক্তার, নার্সের প্রয়োজন নেই। হাসপাতালে যা আছে তা নিয়ে ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা যাবে। তবে পুলিশ বা আনসার সদস্যের প্রয়োজন হলে তৎক্ষণাৎ তা ব্যবস্থা করা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. শামসুল আলম ইমতিয়াজ বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ রেলওয়ে হাসপাতালটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখতে বলেছে। তবে আমরা ডাক্তার, নাসসহ সরঞ্জামাদি চেয়েছি, এগুলো এখনও পাইনি। হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট হলেও বেড রয়েছে ৩৭টি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের অবস্থা এখনও ভালো আছে। তারপরও ইমারজেন্সির জন্য হাসপাতালটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন প্রস্তুত রাখা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে, এখানে অতিরিক্ত ডাক্তার, নার্স সরঞ্জামাদির প্রয়োজন নেই। হাসপাতালে যা আছে তা চলবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]