জুয়ার আসর থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী আটক

Share the post
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার সখিপুর থানার দুলারচরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের জুয়ার আসর থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে দুলারচরের ছাদিম হাওলাদারের কান্দিতে আওয়ামী লীগ নেতা শফি দেওয়ানের বাড়িতে গোপনে এ জুয়ার আসর বসে।
জানাগেছে, জুয়ার আসরে কাচিকাটা ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য আওয়ামী লীগ নেতাশফি দেওয়ান (৫৩), পিতাঃ মৃত আবুল কাশেম দেওয়ান, বিএনপির দুলারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আলাআমিন সরকার (৪৮), পিতাঃ আব্দুর রব সরকার, দাদন দেওয়ান (৫০), পিতাঃ মৃত ইদ্রিস আলি দেওয়ান এবং জিতু মল্লিক (৫০), পিতাঃ মৃত সোবহান মল্লিক জুয়া খেলছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। অভিযানকালে আসর থেকে নগদ অর্থ ও একটি তাসের বান্ডেল উদ্ধার করা হয়।
পরদিন শুক্রবার (১ আগস্ট) বিকাল তিনটায় তাদেরকে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করি এবং সুকৌশলে জুয়ার আসর থেকে চারজনকে আটক করতে সক্ষম হই। তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে স্পষ্ট। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অন্যদিকে, এ ঘটনায় দুলারচরের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াল্লেম বেপারী বলেন, “যদি কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। আমরা দলের পক্ষ থেকেও কঠোর অবস্থানে আছি।”
স্থানীয় এলাকাবাসী জানায়, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]