দুগার্পুরে রাস্ট্রীয় মযার্দায় দাফন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মুন্সি (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজবাড়ী পৌরশহরের বিরিশিরিতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।

রবিবার বিকেল ৫.৩০ ঘটিকার সময়, বিরিশিরি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি—নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ^াস, মো. আবুল কালাম, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, সাবেক পৌর কাউন্সিলর ইমরোজ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরবর্তিতে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশেই এই বীর যোদ্ধাকে কবরস্থ করা হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে ১৫ জন আহত: ৩ জনকে ঢাকায় প্রেরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ,কক্সবাজার প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসকসহ বন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ, ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. […]

“আশুলিয়া সাংবাদিক হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি :সাভার উপজেলার আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, গাজীপুরে […]