দুমকি উপজেলায়, জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

Share the post
মোঃ আবু ছালেহ বিপ্লব,বরিশাল :বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকী উপজেলা বুধবার  ১৬ই জুলাই, রোজ হস্পতিবার   বেলা সাড়ে ১২ টায়  পটুয়াখালী জেলার  দুমকি উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং ওয়েব ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। সভাটির সঞ্চালনা করেন দুমকি উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক, সাইফুল আলম মৃধা। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের জীবনে প্রত্যক্ষভাবে পড়ছে। তাই নারী নেতৃত্বকে সামনে এনে, পরিবেশবান্ধব উদ্যোগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই গেটকা প্রকল্পের উদ্যোগ।
সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আবুজর মোঃ ইজাজুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ অলিউল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার,মোহাম্মদ আলী। জেলা স্বন্ময়কারী মোঃ হাসান উল বান্নাহ্ ও নাদিয়া সুলতানা। আরো ছিলেন,তারিকুল ইসলাম
ফাইন্যান্স অফিসার এন এস এস। দুমকি উপজেলার এন এস এস এর সমন্বয়কারী ইশরাত জাহান ও দুমকি উপজেলার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট জাহিদুল ইসলাম প্রমুখ।
দুমকি উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।বক্তারা গেটকা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন, এই প্রকল্প নারীদের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াবে এবং স্থানীয় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।ওয়েব ফাউন্ডেশন ও এনএসএস প্রতিনিধিরা জানান, প্রকল্পের আওতায় নারী ও যুবদের প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক নেতৃত্ব গড়ে তোলার কাজ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাজশাহীর ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে সিফাত-আলমগীর

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহীতে অবস্থানরত সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সিফাত  এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২১ সেশনের আলমগীর এইচ রানা নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি)-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভাগের ওয়েব পোর্টালের উদ্বোধনও করা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে […]