

আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মাধবদী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে খোকন মিয়া (২৫) এবং একই জেলার আহরন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে নিরব আহমেদ ওরফে নিরব(১৯)। এসময় তাদের কাছ থেকে ৬০ (ষাট) কেজি গাঁজা ও গাঁজা বহনে ১টি দেড় টনি পিকআপ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মাধবদী থানাধীন খৈনমদী বায়তুল আমান জামে মসজিদের রাস্তার উপর সন্দেহ জনক একটি দেড় টনি পিকআপ ভ্যান দাঁড়ানো রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক মোঃ আল আমিন, মোঃ জসিম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয় পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করে। পরে ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যানের ভিতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারিকে আটক করেন। পরে মাধবদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।