রাউফুল্লাহ ও মঞ্জুরুলের নেতৃত্বে ইবিস্থ নীলফামারী জেলা সমিতি

Share the post
ইবি প্রতিনিধি : নীলফামারী জেলা থেকে আগত অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ের গড়ে ওঠা সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘নীলফামারী জেলা সমিতি’র নতুন ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাউফুল্লাহ খান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফাইন আর্টস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আহমেদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নতুন এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসনাত ও আয়েশা সিদ্দিকা মনি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাফিউল ইসলাম ও গালিব আনান। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. রুমন ইসলাম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক ভীষ্মদেব।
দপ্তর সম্পাদক হিসেবে আছেন মো. কামরুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক আনিত্য কুমার রায়, অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান এবং সহকারী অর্থ সম্পাদক কাজী আনিতা জামান। প্রচার সম্পাদক ফারহানা ইয়াসমিন, উপ-প্রচার সম্পাদক মো. মোজাহিদ হোসেন, আইন সম্পাদক আজমেরী রহমান, উপ-আইন সম্পাদক মো. গোলাম রব্বানী মিজান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী বৈশাখী এবং উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ফরহাদ ইসলাম, উপ-ক্রীড়া সম্পাদক শিমুল রানা সোহান। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সম্রাট ইসলাম, মো. রাশেদ ইসলাম, শম্পা আক্তার, সাদিকুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, সাফায়েত বাধন, আদুরী তামান্না, মোহন রায়, রায়হান ইসলাম, আলিফ ইসলাম, আফরিন আক্তার মৌ এবং রেজা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহমেদ বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের জন্য কাজ করার এক বড় সুযোগ। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”
সভাপতি রাউফুল্লাহ খান বলেন, “ছাত্রকল্যাণ এবং জেলা থেকে আগত শিক্ষার্থীদের সমস্যার সমাধানই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর কমিটি গড়ে তুলতে চাই।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা কাথন্ডায় টাস্কফোর্সের অভিযানে ভেজাল ঔষধ আটক

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার (১৮ আগস্ট ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। বিজিবি […]

এনসিপির তুহিন মাহমুদের উদ্যোগে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

Share the post

Share the post ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এসময় […]