দক্ষিণ তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের নতুন যাত্রা: নেতৃত্বে জসিম-ফয়সাল-রাজিব

Share the post
রহমান রাজিব,ববি প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের ২০২৫-২৭ সালের জন্য ১২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি প্রকাশ করা হয়।
এই ছাত্রকল্যাণ সংগঠনটি দীর্ঘদিন ধরে দক্ষিণ তারাবুনিয়ার শিক্ষার্থীদের অধিকার, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে। আগামী দুই বছরের জন্য নির্বাচিত এই কমিটিকে ঘিরে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এম জসিম উদ্দিন, যিনি সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রহমান রাজিব।
কমিটি ঘোষণার পর এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত সভাপতি এম এম জসিম উদ্দিন বলেন, “এই সংগঠন আমার আত্মার একটি অংশ। আমি চেষ্টা করবো সংগঠনের ঐতিহ্য ও সুনাম রক্ষা করে দক্ষ নেতৃত্ব প্রদানের মাধ্যমে আগামী দিনের শিক্ষার্থীদের জন্য একটি আদর্শিক পথ তৈরি করতে।”
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, “দক্ষিণ তারাবুনিয়ার ছাত্রসমাজের উন্নয়ন, সুশৃঙ্খল সংগঠন এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় আমরা একটি শক্তিশালী টিম হিসেবে কাজ করবো। সকলের সহযোগিতায় আগামী দুই বছর আমরা এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাব।”
সাংগঠনিক সম্পাদক রহমান রাজিব বলেন, “সংগঠনের ভিত মজবুত করতে আমরা মাঠপর্যায়ে কাজ করবো। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে ছাত্রকল্যাণকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের অঙ্গীকার।”
এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন উপকমিটির জন্যও দক্ষ নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃত্বে আগামী দুই বছর দক্ষিণ তারাবুনিয়া ছাত্রকল্যাণ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী, সিনিয়র সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্টে লেখেন, “এই নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত হবে। নতুন নেতৃত্বের হাত ধরে ছাত্রকল্যাণ সংগঠন হবে আরও গতিশীল।” কেউ কেউ ব্যক্তিগতভাবে কমিটির সদস্যদের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এই তরুণরাই আগামী দিনের আশার আলো।”
এলাকাবাসীর অনেকেই বলেছেন, এই সংগঠনটি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যেমন সহায়তা করে, তেমনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও ভূমিকা রাখে। ফলে একটি দক্ষ ও প্রত্যয়ী নেতৃত্ব অনেক সময় সংগঠনকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি,যুবকের মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়। এরআগে গত ৯ আগস্ট গণপিটুতি দিয়ে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে […]

রাকসু’র ভোটার তালিকায় নাম না আসায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাকসু’র ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মো. সারোয়ার জাহান। তিনি রাজশাহীর […]