চুনারুঘাটে সাংবাদিক অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি: কুখ্যাত মাদক কারবারি ফয়সলের বিরুদ্ধে আদালতে মামলা

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল আকরাম রানাকে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ জুলাই) মামলাটি দায়ের করেন দৈনিক মতপ্রকাশ ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি জুয়েল আকরাম রানা। আদালত মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক জুয়েল আকরাম রানা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মাদক চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন। এরই ধারাবাহিকতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ফয়সল।
অভিযোগে বলা হয়, গত ৫ জুন সকাল ১১টার দিকে চুনারুঘাট পৌর শহরের বাল্লা সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে ফয়সল ও তার সহযোগীরা জুয়েলের পথরোধ করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেন। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ফয়সল মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চুনারুঘাট থানার মামলা নং ০৩/২০৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৭(খ)/২১ ধারায় এবং মামলা নং ২৫/২৯২, দণ্ডবিধির ৪৪৪/৪৪৮/৪২৭/৩২৩/৩০৭/৩৮০/৫০৬(২)/৩৫৪/৩৪ ধারায় মামলা রয়েছে।
জুয়েল আকরাম রানা বলেন, ‘‘আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। ফয়সলের মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের খবর প্রকাশ করাতেই সে ক্ষিপ্ত হয়ে এই জঘন্য আচরণ করেছে। আমি ন্যায়বিচার চাই।’’
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

Share the post

Share the post আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত সাত জন আহত হয়েছেন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পাচঁদোনা মোড়ে (ঢাকা-সিলেট মহাসড়ক) এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা […]

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে […]