পোশাক কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

Share the post
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়াতে তৈরী পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।ফেব্রিক্সসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। এঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
শনিবার (২১জুন) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার(২০জুন) দিবাগত রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হক অ্যাপারেল্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় নিটিং সেকশন এবং ওই সেকশনের গোডাউনে এ ডাকাতির ঘটনা ঘটে।
কারখানার কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে কারখানার দেয়াল টপকিয়ে কারখানা চত্বরে প্রবেশ করে একদল ডাকাত। সেখানে একটি টিনের শেডে নিটিং সেকশনের দুইজন অপারেটরকে অস্ত্রেরমূখে জিম্মি করে বেঁধে ফেলেন ডাকাতেরা। এছাড়া দায়িত্ব পালনরত দুইজন নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলেন তাঁরা। দুটি কম্পিউটারসহ নিটিং সেকশনের গোডাউন থেকে ১০ টন ফেব্রিক্স, ৫ টন সূতাসহ আনুমানিক ১ কোটি টাকার মালামাল লুট করেন। পরে দুটি ট্রাকে মালামাল নিয়ে সেখান থেকে চলে যান। তারা চলে যাওয়ার পর কৌশলে একজন নিরাপত্তারক্ষী তার বাঁধন খুলে ফেলেন।
কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, কারখানার পেছনের দিকে একটি গেট টপকিয়ে কারখানা চত্বরে প্রবেশ করেন ১৫-১৬ জন ডাকাত। এরপর টিন শেডের নিটিং সেকশনের দুইজন অপারেটরসহ ২ জন নিরাপত্তারক্ষীকে অস্ত্রেরমুখে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে নিটিং সেকশনের গোডাউন থেকে ১ কোটি টাকার মালামাল লুট করে ভোর ৪ টার দিকে ট্রাকে মালামাল নিয়ে চলে যান। তাদের সঙ্গে দুটি পিস্তল, রামদাসহ দেশীয় অন্ত্র ছিলো। মুখে মাস্ক থাকলেও তারা গোডাউনের ফ্রেব্রিক্স দিয়ে পুরো মুখমন্ডল ঢেকে নিয়েছিল।
আশলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]