যে তরুণরা দেশকে পুনরায় স্বাধীন করেছে তাদের মাঝে নজরুলের চেতনা জেগেছিলো – লতিফুল ইসলাম শিবলী

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘সংগ্রাম, সাম্য ও সমকালের প্রসঙ্গ নজরুল’’ এই প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আয়োজনে, তরুণ প্রজন্মদের নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনা, সৃজনশীলতা ও সংগ্রামী চেতনা শীর্ষক আলোচনায় নজরুল ইনস্টিটিউটের সহকারি পরিচালক মো. ফখরুল আলম এর সঞ্চালনায়, ইনস্টিটিউটের পরিচালক কে, এম, আল-আমীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির প্রশিক্ষক মালা আরেং, প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও কথাসাহিত্যিক, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, মো. লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক মো: নাভিদ রেজাওয়ানুল কবীর। এ সময়, কবি ইসলাম ইনস্টিটিউট অনুষ্ঠান সংগঠক, মোঃ আব্দুস সালাম, কবি লোকান্ত শাওন, কবি শফিউল আলম স্বপন, সাংবাদিক রাজেস গৌড়, এস এম শাহীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন, যে তরুণরা দেশকে পুনরায় স্বাধীন করেছে, তাদের মাঝে নজরুলের চেতনা জেগেছিলো। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং তরুণসমাজের চেতনা জাগ্রত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতাই যথেস্ট। তরুণ প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের পরিচিতি আরও প্রসারিত করতে সারা দেশে নজরুল ইনস্টিটিউট কাজ শুরু করেছে। নজরুল কেবল একজন কবি নন, তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার গান ও কবিতা আজও তরুণদের অনুপ্রাণিত করে। তাই, তার সাহিত্যকর্ম ও সংগ্রামী জীবন সম্পর্কে তরুণ সমাজকে জানাতে হবে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

 

আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন, নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক (সংগীত) মোঃ শহীদুল ইসলাম খান, এ.কে.এম শহীদ কবির পলাশ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন, আবৃত্তি করেন, সুলোচনা সাহা, কবি সায়মন খান। পরবর্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে কাজী নজরুল ইসলামের সৃজনশীলতাকে তুলে ধরেন।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি,যুবকের মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়। এরআগে গত ৯ আগস্ট গণপিটুতি দিয়ে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে […]

রাকসু’র ভোটার তালিকায় নাম না আসায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাকসু’র ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মো. সারোয়ার জাহান। তিনি রাজশাহীর […]