ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

Share the post
মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১, ভোলা : প্লাস্টিক দূষণরোধ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচির মাধ্যমে ভোলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, বৃক্ষ রোপন, র‌্যালি, গাছের চারা বিতরন , কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন, ২০২৫) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘স্মার্ট পোলট্রি ও স্মার্ট ফিশারিজ’ প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ভেদুরিয়া জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টটিউটের হলরুমে  দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শরীফুল হক। ভেদুরিয়া মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ওলিউল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, ভোলা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাত মো. হাসনাইন পারভেজ, জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং পরিচালক (লিগ্যাল, অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম। বক্তারা পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল। এ সময় সংস্থার সহকারী পরিচালক তরুণ কুমার পালসহ সংস্থার কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়, যা ব্যাংকের হাট  বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনের অন্যতম অংশ হিসেবে ব্যাংকের হাট বাজার এলাকায় প্লাস্টিকসহ বিভিন্ন ক্ষতিকর বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন পরিবেশ ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একই সঙ্গে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজনের শেষে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা কাথন্ডায় টাস্কফোর্সের অভিযানে ভেজাল ঔষধ আটক

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার (১৮ আগস্ট ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। বিজিবি […]

এনসিপির তুহিন মাহমুদের উদ্যোগে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

Share the post

Share the post ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এসময় […]