দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দু‘টি সিএনজি আটক, অর্থদন্ড

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক চালককে জরিমান এবং দুটি সিএনজি আটক করেছে ভ্রাম্যমান আদালত। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্গাপুর সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

অভিযান সুত্রে জানা গেছে, ঈদের পরের দিন থেকে সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জন চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য চালকদের সর্তক করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন চালক সটকে পড়ায়, আটক করা হয়েছে দু‘টি সিএনজি। অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মি. শাহীন এর নেতৃত্বে একটি সেনা টহল দল এবং দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় দুর্গাপুর-ময়মনসিংহ মহাসড়কের শিমুলতলী এলাকায় চেকপোস্ট স্থাপন করে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে আনা ভারতীয় ১শত পিস অলিভওয়েল সহ সুমন ভট্টাচার্য (৪০) নামে একজনকে আটক করা করা হয়েছে। পরবর্তীতে আটককৃত অলিভ অয়েল এবং ২টি সিএনজি দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

 

এ নিয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ঈদের পরদিন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাস ও সিএনজি গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]