চট্টগ্রামে করোনা আক্রান্ত প্রথম একজন শনাক্ত, বাড়ি লকডাউন
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।
আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন। শুক্রবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৬৭ বছর। তিনি নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত হবার পর রাতেই তার বাড়ি ও আশেপাশে লকডাউন করে প্রশাসন।