রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির, সম্পাদক তাসিন

Share the post

সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’-এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহির আমিনকে সভাপতি ও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট -এর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসিন খান কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ( ৩০ মে ) ৩৩ সদস্যবিশিষ্ট একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে.এ.এম. সাকিব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফাইনান্স বিভাগের  শিক্ষার্থী নুসরাত ঈশিতা এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো: আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আব্দুল বারিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আইন বিভাগের শিক্ষার্থী মো: মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস.এম রিজন, প্রচার সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাইনুল ইসলাম রাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক আরবি বিভাগের রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরবি বিভাগের ইমরান হাসান ও গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের মোছা. নুসরাত জাহান নওরিন।

ছাত্রকল্যাণ সম্পাদক ইতিহাস বিভাগের মো: ফেরদৌস শরিফ, ক্রীড়া সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের শাহিন ইসলাম, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক লোকপ্রশাসন বিভাগের মাসকোয়াত হাসান সৌমিক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবু ছালেহ শোয়েব দায়িত্ব পালন করবেন৷

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের হাসিব জাওয়াদ,আরবী বিভাগের মো: লাবু হোসেন, সমাজকর্ম বিভাগের জাকিয়া ইসলাম রোজা, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মো: আল ফারাবি, আরবি বিভাগের মো:  হাবিবুল্লাহ বাহার, সমাজকর্ম বিভাগের শাহজাহান তপু ও স্পোর্টস সায়েন্স বিভাগের মো: কাউসার হোসেন।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহণ, খাদ্য সংকট নিরসন, সর্বোপরী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]