রানা-নাহিদের নেতৃত্বে স্বপ্নবিতান ইবি পরিসরের

Share the post
ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি মূলক সংগঠন স্বপ্নবিতান ইবি পরিসর—এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আহসান হাবীব রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) ২০২৪-২৫ বর্ষ কমিটির আহ্বায়ক আরিফা ইসলাম ভাবনা ও প্রধান নির্বাচক ফাতেমাতুজ-জোহরা ইরানীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম আহমেদ ও মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছা. ছুম্মা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক আরমান হোসেন, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁই, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদুল কবির স্বাধীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া হানিফ প্রমি ও মো. হাম্মাদ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মিনহাজুর রহমান মাহিম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ কুমার দত্ত, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল সদর ও ফওজিয়া আবিদা, সামাজিক দক্ষতা বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেন ইমন, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ, সহ-শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পাঁপড়ি রানী মোদক, তাশনিম হাসান তাপ্তি, সিনথিয়া সরকার দ্বীনা ও সঞ্চয়ন কুমার পাল।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান বলেন, “স্বপ্নবিতান একটি সৃজনশীল সংগঠন। আগামীতেও আমরা শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাবনা ও দক্ষতাকে উজ্জীবিত করতে কাজ করবো।”
সভাপতি আহসান হাবীব রানা বলেন, “নতুন কমিটি গঠনের মাধ্যমে স্বপ্নবিতান আরও গতিশীল হবে। সদস্যদের একত্রিত প্রচেষ্টায় আমরা সংগঠনের গৌরবময় পথচলাকে আরও সমৃদ্ধ করতে চাই।”
প্রসঙ্গত, স্বপ্নবিতান, ইবি পরিসর ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য সংগঠন। যারা শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]