সাম্য হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে রাবি ছাত্রদলের মশাল মিছিল 

Share the post
রাবি প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ. এফ. রহমান হল ছাত্রদল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও মূল ঘাতকসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
রোববার (১৯ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে উক্ত মশাল মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসময় তারা ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, আমার ভাই খবরে, খুনি কেন বাহিরে’, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’,রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’,
ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’, ইত্যাদি স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে।
মশাল মিছিল শেষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে টার্গেট কিলিং করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে। সাম্য’র হত্যাকারীদের দ্রুত বিচার না হলে আগামীতে এই মশাল মিছিলের আগুন যমুনাতে গিয়ে পৌঁছাবে।
আরেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, শাহারিয়ার আলম সাম্যকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হলেও প্রশাসন এর কোনো যথাযথ ব্যাবস্থা নেয়নি। ঢাবি প্রশাসন যদি এই হত্যার বিচার করতে না পারে তাহলে ঢাবি উপাচার্যকে এই মূহুর্তে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে আপনাদেরকেও আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হবে। রাবি ছাত্রদল দ্রুত আরও কঠোর কর্মসূচির মাধ্যমে সাম্য হত্যার বিচার আদায় করবে।
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন,   সাম্য ছিলো জুলাইয়ের সম্মুখ যোদ্ধা। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে হয়েছে। সাম্যের পায়ের রগে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কে বা কারা এই রগের রাজনীতি করে। তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, নতুন বাংলাদেশে আপনাদের এই রগ কাটার রাজনীতি সাধারণ মানুষ মেনে নিবে না। দেশের সকল জনগণের কাছে আহ্বান জানাই, সাম্যের বিচার দ্রুত কার্যকর করার জন্য রাস্তায় নেমে আসার জন্য।
তিনি আরো বলেন, সাম্য হত্যার বিচার দ্রুত কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দিবে। এছাড়াও আজকের এই মশাল মিছিল রাবি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে।
মশাল মিছিলে রাবি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]