সাম্যের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- ইবি ছাত্র আন্দোলন

Share the post
ইবি প্রতিনিধি: গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হামলায় নিহত হয়। আর এই হত্যা কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৪ মে) রাত ১০ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির এক যৌথ বিবৃতিতে এসব উল্লেখ করেন। একই সাথে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, শোক প্রকাশ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, তথ্যসূত্রে জানা যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে বাইক চালিয়ে আসার সময় আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নেতৃবৃন্দ বলেন, আমরা জানতে পেরেছি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। তবে, আমাদের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত পূর্বক বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে!
নেতৃবৃন্দ আরো বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং সকল ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে হবে।পরিশেষে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]