রাবিতে স্ক্যাবিস সচেতনতায় হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের লিফলেট বিতরণ

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  সংবাদদাতা:ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যায়গায় লিফলেট বিতরণ করা হয়েছে।শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের  শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে সংগঠনটি। ক্যাম্পেইনটি প্রশাসন ভবন, প্যারিস রোড, ইবলিশ চত্বর, টুকিটাকি হয়ে পরিবহনে গিয়ে শেষ করে। এই সময় প্রায় ২০০ লিফলেট বিতরণ করা হয় এবং প্রায় ৫০০ মানুষের কাছে সচেতনতামূলক কথা বলা হয়।
এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম বলেন, হেল্থ এন্ড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য ও খাদ্য নিয়ে কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক জীবনযাপন ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ থাকা। আমরা রোগ প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সামনে আপনারা এই ধরণের সচেতনতামূলক কার্যক্রম আরো দেখবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই লিফলেট বিতরণ কর্মসূচিটি সংগঠনটির আহ্বায়ক মো: আরিফুল ইসলাম, যুগ্ম – আহ্বায়ক আশিকুর রহমান অন্তর, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ সহ প্রায় ২০ জন সদস্য নিয়ে পরিচালনা করা হয়।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্ক্যাবিস নামক ছোঁয়াচে রোগের সংক্রমণ বাড়ছে। চুলকানি ও চামড়ায় ক্ষতসহ নানা উপসর্গ দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন এ উদ্যোগ গ্রহণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]