

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : ডিপ্লোমা ইন নার্স কোর্সকে ডিগ্রী সমমান করার দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ করেছে নার্স শিক্ষার্থীরা। এসময় উক্ত বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বিডি এস এন এর নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোবারক হোসেন। সোমবার (৫ মে) ১২টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ করেছে সকল ইন্টার্ন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারির শিক্ষার্থীবৃন্দ। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাসের পর তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে। এর পর আরও ৬ মাস ইন্টার্নশীপ করার পরেও তাদের চাকুরির ক্ষেত্রে এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়। যা তাদের প্রতি বৈষম্যের সামিল। তাই তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স ডিগ্রী সমমানের করার দাবী জানান। তাদের দাবী আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
বিডি এন এস এর সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, আমরা কেন এখনো এমন বৈষম্যের শিকার হয়ে থাকবো। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী দ্রুত এখন বৈষম্য দূর করার। নতুবা সামনে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
বিডি এন এস এর সহ-সভাপতি আফরিন সুলতানা জ্যোতি বলেন , চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। এ সময় তারা ‘ডিপ্লোমা চাই, ডিগ্রির স্বীকৃতি নার্সদের অবমূল্যায়ন চলবে না’, ‘ডিপ্লোমা মানেই ডিগ্রি হোক’ ইত্যাদি স্লোগানে শহীদ মিনার মুখর করে তোলেন।
সাংগঠনিক সম্পাদক কায়িমা আক্তার, প্রচার সম্পাদক সজীব হাসান ও দপ্তর সম্পাদক নাহিদ সুলতানা ইভা দাবি করেন, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না করায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। তারা আরো জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা। তারা আরও বলেন, একই মেয়াদের কোর্স করে ডিপ্লোমা নার্সরা কেন ডিগ্রির স্বীকৃতি পাবেন না? আমরা পেশাগত মর্যাদা ও সমতা চাই। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের কাছে অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেয়ার জন্য আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।