

রাবি প্রতিনিধি:একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার অধীনে গঠিত ‘পাঠক মেলা’র রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. স্বাধীন খন্দকার ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আল আমিন ইসলাম।
বৃহস্পতিবার (১মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম এ কমিটির অনুমোদন করেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আফরোজ শিমু, সাইদুল হক রাহাত। যুগ্ম সদস্য সচিব সুরঞ্জিত চন্দ্র পাল, মো. রাকিবুল ইসলাম পলক। সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলি রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আরাফাত, অর্থ সম্পাদক মিঠু চন্দ্র বর্মণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশরাফি মর্তুজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইশরাক আতিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এস. এ মাসউদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, তামান্না বিনতে কালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নাফিস আহমেদ।
এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন, মো. ছাব্বির হোসাইন, রাগীব হাসান রহিম, মো. খালিদ হাসান, সাকিব আল হাসান, আহমেদ ফজলে রাব্বি, মো. তরিকুল ইসলাম, মো. জামাল ভূঁইয়া, শিপন কুমার সূত্রধর, মো. আলামিন, ইশরাক আমেদ জিহাদ, আশরাফুল ইসলাম, জিহাদ রানা, আল ইমরান, মোছা. তাজমিনা আক্তার জুথী, জাকিয়া সুলতানা, সুমাইয়া সাম্মি এবং মোমেনা জান্নাত।
পাঠক মেলার রাবি শাখা মুক্তচিন্তা, সমাজকল্যাণ ও ছাত্রসমাজকে জাতীয় চেতনায় উজ্জীবিত করার প্রয়াসে নিরলস কাজ করে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।