রুয়েটে ক্র্যাকারজ্যাক ২.০-এর চ্যাম্পিয়ন ‘টিম বিজম্যানিয়াক’

Share the post
রাবি প্রতিনিধি: উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিজনেস কেস প্রতিযোগিতা শি’স্টেম প্রেজেন্টস ‘ক্র্যাকারজ্যাক ২.০’তে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম বিজম্যানিয়াক’। সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। রুয়েটের আইপিই ক্লাব এটির আয়োজন করে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রুয়েটের উপাচার্য প্রফেসর এসএম আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি ছিলেন এলজেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল হক।
২৭৭টি দল নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। তবে বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ছয়টি দল। এতে প্রথম রানার-আপ হয়েছে ‘টিম রসমালাই’ এবং দ্বিতীয় রানারআপ হয় ‘টিম ইনকগনিটো’।
আয়োজনের বিষয়ে আইপিই ক্লাবের মডারেটর আরিফুল হক বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া প্রকাশের সুযোগ বাড়ে। পাশাপাশি তারা আরো কার্যকরভাবে কাজ করতে পারে। সেজন্য এমন আয়োজন করেন তারা। তিনি এমন আয়োজন আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান।
প্রসঙ্গত, চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের শহীদদের স্মরণে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর একে একে প্রতিযোগী দলগুলো তাদের কেইস উপস্থাপন করেন। প্রতিটি দল ১০ মিনিট সময় পায় তাদের প্রেজেন্টেশনের জন্য। তারা এ সময়ে তাদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চোরাচালান, মাদক দমন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড দক্ষিণ জোন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক দমন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে নানামুখী দায়িত্ব পালনের মাধ্যমে […]

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]