হেফাজতে ইসলামীর গণমিছিল ও পথসভা
ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ ৩ মে ঢাকার মহাসমাবেশকে সফল করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও পথসভা করেছে জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার বাদ জুম্মা মিছিলটি শান্তির মোড় থেকে শুরু হয়ে বিশ্বরোড মোড়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন, হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি আলী আশরাফ, সেক্রেটারি আমানুল্লাহসহ জাহিদ হাসান, সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুস, আরিফ বিল্লাহ, হোসাইনসহ অন্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে রিপোর্ট জমা দিয়েছে, তার অনেকটাই ইসলামবিরোধী। ওই রিপোর্ট প্রত্যাহার করতে হবে। তারা ঢাকার (আজ শনিবার) মহাসমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।