পারভেজ হত্যার বিচারের দাবিতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১:৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মহানগর মহিলা কলেজ দিয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে পৌঁছায়।
এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, আপনারা জানেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেজ ভাইকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু বখাটে সন্তাসীরা তুসার হৃদয় সহ আমাদের সেই শিক্ষার্থী ভাইকে খুন করেছে তার প্রতিবাদে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি আমরা বলতে চাচ্ছি এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
এই ঘটনায় যারা প্রকৃত ভাবে দোষী তাদের আমরা শাস্তি কামনা করছি। আমরা চাচ্ছি এই ঘটনা যাতে দ্বিতীয়বার বাংলাদেশের কোনো ক্যাম্পাসে না ঘটে। আমরা চাই প্রতিটা ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে সবাই রাজনীতি করবে যার যার মত আছে সে প্রকাশ করবে কিন্তু এখানে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তার জবাব আমরা শক্তভাবে দিব।
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জসিম উদ্দীন বলেন, আপনারা জানেন বিগত ২ দিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী আমাদের সহযোদ্ধা ভাই পারবেসকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আপনারা যারা সাংবাদিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ দেখেছে একজন মেধাবী শিক্ষার্থীকে কিভাবে হত্যা করা হয়।
এছাড়া সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ বলেন, আমরা গভীর শোক ও তীব্র ক্ষোভের সঙ্গে ছাত্রদল নেতার নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাই। একটি স্বাধীন, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কোনো অপরাধ হতে পারে না। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই বর্বর হত্যাকাণ্ড শুধুই একটি জীবন কেড়ে নেয়নি, এটি দেশের ছাত্র রাজনীতির ওপর আরেকটি আঘাত করেছে। আমরা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি। দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে—এটাই ন্যায়ের দাবি, এটাই জনগণের প্রত্যাশা। বিচারহীনতার সংস্কৃতি এই দেশে আর চলতে পারে না।”