

মোঃ হৃদয়, জবি প্রতিনিধি: : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
সারাদেশ থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়। হেল্প ডেস্ক থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছিলো ব্যাগ ও মোবাইল ফোন নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা, বিশুদ্ধ পানি পান করার সুবিধা এবং প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানসহ বিভিন্ন ধরণের সার্বিক সহযোগিতা।
হেল্প ডেস্ক কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ভর্তিচ্ছু ভাই-বোনদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। তথ্য দেওয়া থেকে শুরু করে পানি পান, ব্যাগ-মোবাইল রাখা—প্রতিটি দিকেই আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা বিশ্বাস করি, ছাত্র রাজনীতি শুধু আন্দোলন-সংগ্রামে নয়, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও নিহিত। এই হেল্প ডেস্ক আমাদের মানবিক দায়িত্ব পালনের একটি ছোট প্রয়াস।”
এ সময় বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।