রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল প্রকাশ: ৮০% শিক্ষার্থী অকৃতকার্য

Share the post
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি ইউনিট (বানিজ্য অনুষদ) এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮০ শতাংশই অকৃতকার্য হয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ইউনিটে অংশগ্রহণ করেছিল প্রায় ৩০ হাজার শিক্ষার্থী, যার মধ্যে পাশ করেছে মাত্র প্রায় ৬ হাজার। এত কম পাশের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সদস্য বলেন, “আমরা পরীক্ষার প্রশ্নের মান এবং শিক্ষার্থীদের প্রস্তুতির মধ্যে একটি গ্যাপ দেখেছি। তবে ফলাফলের বিশ্লেষণ করে পরবর্তী বছরগুলোর জন্য আরও কার্যকর নীতিমালা গ্রহণের পরিকল্পনা আছে।”
এদিকে শিক্ষার্থীদের একাংশ ফলাফলের পর ন্যায্য মূল্যায়নের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে। কেউ কেউ প্রশ্নের মান নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বলছেন কোচিং নির্ভরতা ও প্রস্তুতির ঘাটতি এর কারণ।
বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল আমাদের শিক্ষা ব্যবস্থার ওপর নতুন করে চিন্তা করতে বাধ্য করছে। প্রশ্ন থেকে শুরু করে পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের সামঞ্জস্য তৈরিতে বড় ধরনের পরিবর্তন দরকার বলেও মত দিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]