মোহনগঞ্জে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে ইমাম মুয়াজ্জিনদের মানববন্ধনে কঠোর হুশিয়ারী

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : মোহনগঞ্জ মডেল মসজিদের মুয়াজ্জিন+ সানী ইমাম  হাফেজ মো: সাইদুর রহমান,মাওলানা শুয়াইব বিন মুজিব এবং মাওলানা তোফায়েল আহমদ হাবিবীর উপর সন্ত্রাসী হামলার অভিযুক্ত আসামী ইলিয়াস ও তার ভাই মেহেদী হাসানের  গ্রেপ্তারের দাবিতে আজ ১৬ এপ্রিল বুধবার বেলা ২ ঘটিকায় মোহনগঞ্জ উপজেলা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন মসজিদের মুয়াজ্জিনগনের উদ্যাগে আয়োজিত এবং মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি শামিম আহমদের সভাপতিত্বে মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।  দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলার নবনির্বাচিত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,  জামায়াতে ইসলামী মোহনগঞ্জ উপজেলার আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ,  হেফাজতে ইসলাম মোহনগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ কারী মাসুম বিল্লাহ, মোহনগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আখতারুজ্জামান,  দেওথান জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ, নওহাল জামে মসজিদের ইমাম মাওলানা কামাল আল হাদী।
 বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাসউদ আহমদ, রেলওয়ে ষ্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা তানভীর আহমদ, মুয়াজ্জিন শাহাদাত হোসেন বাচ্চু মিয়া, সাতুর রোড জামে মসজিদের ইমাম হাফেজ আরিফ আহমদ ইমন, টেংঙ্গাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার, পৌর সভা মসজিদের মুয়াজ্জিন আফজাল হোসাইন, উপজেলা মসজিদের মুয়াজ্জিন হাফেজ রিয়াজুল ইসলাম,
সম্মিলিত উলামা পরিষদের আহবায়ক কমিটির সদস্য হা: মাওলানা মুনতাসীর আল মামুন, ইকরার পরিচালক মাওলানা সাজ্জাদুল করিম, দারুল আরকামের পরিচালক হাফেজ ইমাম হোসেন, যুব জমিয়ত নেতা মাওলানা তোফায়েল আহমদ হাবিবী, মাওলানা মোহাম্মাদুল্লাহ হারুনী, আলমগীর হোসাইন চৌধুরী, ছাত্র জমিয়ত নেতা নাজমুল হক, নিয়ামুল হক লিয়ন,  হাফেজ মাকসুদুল হাসান মাসুম প্রমুখ।
মানববন্ধনে বলাহয়, ইলিয়াস বিগত দিনে ফ্যাসিবাদের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে লোটপাটের শরিক ছিলো। জুলাই বিপ্লবের পরে সে দল পাল্টিয়ে গণঅধিকারে যোগদান করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভিপি নুরের লোক পরিচয় দিয়ে সে বিভিন্ন জনকে হুমকি ধমকি দিয়ে আলোক দিয়া, মোহনগঞ্জ শহরের কয়েকটি স্থানে উঠতি বয়সি ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়ে মহড়া দিয়েছে। গত ৭ এপ্রিল মোহনগঞ্জ বড় মসজিদের গেইটে অস্ত্র দিয়ে আঘাত করে মুসল্লীদের মধ্যে আতং সৃষ্টি করে। বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারি দেন। উপজেলা নির্বাহী অফিসার ও মোহনগঞ্জ থানার ওসিকে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য যে,  পরবর্তী কর্মসূচির জন্য শুক্রবার পরামর্শ বৈঠক এবং রবিবার জেলা হেফাজতের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]