রাবিতে শহীদ হবিবুর রহমানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

Share the post
সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক হবিবুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় গণিত বিভাগের আয়োজনে এই র‌্যালি বের করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে শহীদ হবিবুর রহমান হলের সামনে অবস্থিত ‘বিদ্যার্ঘ স্মৃতিস্তম্ভে’ বেলা সাড়ে ১১টায় শ্রদ্ধা নিবেদন করেন হল কর্তৃপক্ষ। এ সময় প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানসহ অন্যান্য আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিকেলে এই হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান বলেন, “আজ আমরা শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি শহীদ হবিবুর রহমান স্যারকে, যিনি ছিলেন আদর্শ, সাহস ও ন্যায়ের প্রতীক। তাঁর আত্মত্যাগ আমাদের শিখিয়ে গেছে, কীভাবে বৃহত্তর স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করতে হয়। আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করার শপথ নেই। প্রয়াণ দিবস উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় ‘বিদ্যার্ঘ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিকেলে আসরের নামাজের পর বিশেষ দোয়ার আয়োজনসহ সকল আবাসিক শিক্ষার্থীদের জন্য তবরুকের ব্যবস্থা রাখা হয়েছে।”
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে পাক হানাদার বাহিনীর সদস্যরা অধ্যাপক হবিবুর রহমানকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা কাথন্ডায় টাস্কফোর্সের অভিযানে ভেজাল ঔষধ আটক

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার (১৮ আগস্ট ২০২৫) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। বিজিবি […]

এনসিপির তুহিন মাহমুদের উদ্যোগে সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

Share the post

Share the post ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এ শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউউট(আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। এসময় […]